২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৩৮, ইসলাম ও নৈতিক শিক্ষা

দ্বিতীয় অধ্যায় : ইবাদত
-

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : ইবাদত’ থেকে ১টি বর্ণনামূলক প্রশ্ন এবং ১টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : সালাতের ফজিলত ও শিক্ষা বর্ণনা করো।
উত্তর : সালাতের ফজিলত : আল্লাহ নামাজি ব্যক্তিকে পাঁচটি পুরস্কার প্রদান করবেন। নামাজি ব্যক্তিকে যে পাঁচটি পুরস্কার দেয়া হবে তা হলো-
১. নামাজি ব্যক্তির জীবিকার অভাব দূর করবেন।
২. কবরের আজাব থেকে মুক্তি দেবেন।
৩. হাশরের দিনে আমলনামা তার ডান হাতে দেবেন।
৪. পুলসিরাত বিজলির মতো দ্রুত পার করবেন।
৫. তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন।
সালাতের শিক্ষা : সালাত হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত। সালাতের শিক্ষা হলো-
১. সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়।
২. সালাতের মাধ্যমে ব্যক্তির জীবিকার অভাব দূর হয়।
৩. সালাতের মাধ্যমে কবরের আজাব থেকে মুক্তি লাভ করা যায়।
৪. সালাত মানুষের চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা রাখে।
৫. সালাতের মাধ্যমে ধনী-গরিব সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় ও সুখ-দুঃখে একে অন্যের সাহায্য করতে পারে।
৬. সালাতের মাধ্যমে পরস্পর সম্প্রীতি সৃষ্টি হয়।
৭. সালাত মানুষকে সব রকম অন্যায় ও অশ্লীল কাজ থেকে দূরে রাখে।
৮. সালাত মানুষকে ভালো মানুষ ও মুমিন ব্যক্তি হতে সহায়তা করে।
৯. সালাতের মাধ্যমে একতা, ভ্রাতৃত্ব সৃষ্টি হয়।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : কোনো বান্দা জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তায়ালা তাকে কয়টি পুরস্কার দেবেন ও কী কী?
উত্তর : কোনো বান্দা জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তায়ালা তাকে পাঁচটি পুরস্কার দেবেন। এগুলো হলো-
১. জীবিকার অভাব দূর করবেন।
২. কবরের আজাব থেকে মুক্তি দেবেন।
৩. হাশরে আমলনামা ডান হাতে দেবেন।
৪. পুলসিরাতে বিজলির মতো দ্রুত পার করাবেন।
৫. তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন।


আরো সংবাদ



premium cement
ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকোর ‘রোড টু এআই’ এবং পার্টনার মিট ২০২৪’ অনুষ্ঠিত দাগনভূঞা ও সোনাগাজীতে বিএনপির আহবায়ক কমিটি সাংবাদিক তুরাব ছিলেন সত্যের পক্ষে, মানবতার পক্ষে : সেলিম উদ্দিন নাটোরের সেই তরুণ দাস মন্দিরের পাহারাদার নয়, ছিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত : মোবারক হোসাইন নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র! হাসিনা যত টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত : টুকু খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’

সকল